লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লা হিল মারুফ’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাছেল’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব ও বাংলাদেশ জামায়াতে ইসলামি’র উপজেলা আমীর কাজী মো. ইব্রাহিম বিশেষ অতিথি ছিলেন। মৎস্য চাষের অনুভূতি প্রকাশ করেন অশ্বিনী কুমার নন্দী।
আলোচনা শেষে উপজেলায় মৎস্য খাতে অবদান রাখায় মৎস্য চাষি বশির আহমেদ, আব্দুর রহমান বাবুল চৌধুরী ও ছিদ্দিকুল আলম ডন’র হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন।