লামা প্রতিনিধি |
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’র (বিএডিসি)অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে দপ্তরের সম্মুখ সড়কের পাশে অনিয়মিত শ্রমিকদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতা হয়।
এতে শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলামসহ বক্তারা বলেন, শ্রম মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল করে ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭’ বাস্তবায়ন করতে হবে। কথায় কথায় শ্রমিক ছাটাই করা যাবেনা।।
এছাড়া অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে প্রতিমাসে ৩০ দিনের কাজের নিশ্চয়তাসহ দুই ঈদে বোনাস প্রদান করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।