নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের চাক হেডম্যান পাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেডম্যান বাছা ছিং চাক। এতে ম্রাছাঅং পাড়া কারবারি মংক্য বিশেষ অতিথি ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে নারীর অংশগ্রহণ অপরিহার্য। তথ্য অফিসের এ ধরনের উদ্যোগ নারী সমাজকে আরও সচেতন ও আত্মপ্রত্যয়ী করে তুলবে।
এ সময় সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার টাইপয়েড ভ্যাকসিন, সর্বজনীন পেনশন এবং নতুন কুঁড়ি-২৫ এর উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শেষে উপস্থিত স্থানীয়দের মাঝে উন্নয়নমূলক ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করে লামা তথ্য অফিস।