ক্রীড়া প্রতিবেদক।
যুব সমাজকে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনা ও খেলার মাঠে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে লামামুখ ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) লামামুখ মাঠে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর কাজী ইব্রাহীম, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, যুবদল নেতা সুলতান আকবর মোমিন, লামামুখ ক্রীড়া সংস্থার সভাপতি ও লামা পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।
উদ্বোধনী ম্যাচে আলীকদম মংলা পাড়া একাদশ বনাম মাতামুহুরি কলেজ একাদশ অংশ নেয়। হাইভোল্টিজ ম্যাচে টানটান উত্তেজনা নিয়ে ৪-০ গোলের ব্যবধানে আলীকদম মংলা পাড়া একাদশ জয়ী হয়।
এ বিষয়ে লামামুখ ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, লামামুখ ক্রীড়া সংস্থার প্রথম ফুটবল টুর্নামেন্ট। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শতশত মানুষ খেলা দেখতে আসে। আমরা আগামীতেও এমন ক্রীড়া আয়োজন করে যাবো। কমিটির পক্ষ থেকে সকল ফুটবল প্রেমী দর্শকদের মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।