1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
হাতিয়ায় পিডিবি’র দুই কর্মীকে চোর সন্দেহে মারধর, ১ জনের মৃত্যু চকরিয়া থানা হাজতে অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন লামা মুখ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা আলী মিয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী ২২ আগস্ট বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে তথ্য অফিসের নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী লামায়: ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রচারণা বিষয়ক অবহিতকরণ লামায় সহকারি শিক্ষক সমিতির আহবায়ক সুলতান, সদস্য সচিব আজগর লামায় বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি লামায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক! ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

চকরিয়া থানা হাজতে অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
এম জিয়াবুল হক, চকরিয়া | 
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৫) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে তিনি হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারনা করছেন পুলিশ।
নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ভরামুহুরীর হিন্দুপাড়া এলাকায় বাবা কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষক রাবেয়া খানম তাঁর স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে বৃহস্পতিবার বিকালে চকরিয়া থানায় একটি অভিযোগ দেন দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে। পরে পুলিশ  তাঁকে আটক করে থানা হাজতে রাখে। পুলিশের তথ্যমতে, রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় দুর্জয় হাজতে গলায় ফাঁস দেন। ভোরে পুলিশ ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন।
নিহতের বাবা কমল চৌধুরী বলেন, আমার ছেলেকে চুরির অপবাদ দেওয়া হয়েছে। টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে তাকে মানসিক ভাবে চাপ দিয়ে আসছিলো চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। সর্বশেষ বৃহস্পতিবার তাঁকে পুলিশের হাতে সৌপদ্দ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
স্থানীয় এলাকাবাসী বলেন, থানা হাজতে একজন আসামির ওপর সার্বক্ষণিক নজরদারি থাকার কথা। সেখানে গলায় ফাঁস দেওয়ার মতো সুযোগ পাওয়া মানে দায়িত্বে গাফিলতি  থাকতে পারে।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবিতে শুক্রবার বিকালে স্থানীয় এলাকাবাসী চকরিয়া থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, টাকা আত্মসাতের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ দুর্জয়কে থানায় নিয়ে আসে এবং একটি মামলা দায়ের করে। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত, তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে হেফাজতে রাখা হয়। পরে শুক্রবার ভোর চারটার দিকে হাজতে আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টে ঘটনার আসল চিত্র উঠে আসবে বলেও তিনি উল্লেখ করেন।
চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বলেন, বিদ্যালয়ের অফিস সহকারী ‘দুর্জয় চেক জালিয়াতি করে ও নগদে প্রতিষ্ঠানের ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
পরে পুলিশ তাঁকে আটক করে থানা হাজতে রাখে। এরপর আমি চলে আসি। শুক্রবার সকালে শুনেছি দুর্জয় থানা হাজতে আত্মহত্যা করেছেন। আমি এই দুঃখজনক ঘটনায় মর্মাহত।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আজ শুক্রবার সকালে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এর উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট