1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির  উদ্যোগে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে ফেস্টুন স্থাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি। 

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে ৩৪ বিজিবির  উদ্যোগে সীমান্তের স্পর্শকাতর স্থানসমূহে সচেতনতামূলক ফেস্টুন স্থাপন শুরু হয়েছে।

২৪ আগষ্ট (রবিবার) সকালে
ঘুমধুম সীমান্তে ঘুরে
জানাযায়, কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) এর উদ্যোগে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি,সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে
এ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেস্টুন স্থাপন করা হয়েছে।

পরবর্তী ধাপে ঘুমধুম-তুমব্রু-বাইশফাড়ী সীমান্ত সড়কের দু’পাশে পর্যায়ক্রমে এসব ফেস্টুন স্থাপন করা হবে বলে জানিয়েছেন ৩৪ বিজিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে গরু, মাদক ও বিভিন্ন চোরাচালান কার্যক্রম রুখে দিতে বিজিবি সর্বদা তৎপর। আমাদের সীমান্তের জোয়ানরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশের জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা আপনাদের পাশে থেকে সাধারণ জনগণকে সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা এবং অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম কর্মী মাহমুদুল হাসান জানান, বিজিবি শুধু সীমান্ত রক্ষা করে না, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।সীমান্ত সুরক্ষায় আমাদের বিজিবির পাশে থাকতে হবে। পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ থেকে নিজ সমাজকে রক্ষা করার জন্য।

৩৪ বিজিবির অধিনায়ক লে কর্ণেল খায়রুল আলম জানান, মাদক সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজিবির একার পক্ষে এটি রোধ করা সম্ভব নয়। “সীমান্ত নিরাপত্তা রক্ষা শুধু আমাদের একার দায়িত্ব নয়, এ জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাই আমরা সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, বান্দরবান সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিজিবির এ উদ্যোগ এলাকাবাসী ও সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট