
নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা পৌরসভায় সেবা সপ্তাহ ঘোষনা করা হয়েছে। পৌর নাগরিকদের বিভিন্ন সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ সেবা সপ্তাহ ঘোষণা করা হয়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং পর্যন্ত সেবা সপ্তাহ পালিত হবে।
পৌরসভা সূত্র জানায়, সেবা সপ্তাহ চলাকালে যে সকল পৌর নাগরিকগণ তাদের হোল্ডিং কর, পানির বিল, লাইেসেন্স ফিসহ বিভিন্ন ফি ও বিল বকেয়াসহ পরিশোধ করবেন, তারা ৫০ শতাংশ জরিমানা মওকুফেরর সুযোগ পাবেন।
বিভিন্ন কর ও ফি পরিশোধের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন তরান্বিত করার জন্য সকলের প্রতি অনুরোধও জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।