
লামা প্রতিনিধি।
এস. এম. আবু তাহেরকে আহবায়ক ও প্রণয় ত্রিপুরাকে সদস্য সচিব করে গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শহরের আরামবাগ হোটেলে এক আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার যুগ্ম সমন্বয়কারী আবুল কালাম সভাপতিত্ব করেন। এতে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী প্রভাষক রিপন চক্রবর্তী এ সময় বক্তব্য বলেন, আমরা একটা কল্যানমূলক রাষ্ট্র বিনির্মান করতে চাই। যে রাষ্ট্রে কোন নাগরিক বৈষম্যের শিকার হবে না, নির্যাতনের শিকার হবে না, সবাই সমান অধিকার ভোগ করবে উন্নত জীবন যাপন করবে। সভায় আরো উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট উবা থোয়াই মার্মা, যুগ্ম আহবায়ক শিমন জলাই ত্রিপুরা, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব বীর বাহাদুর ত্রিপুরা প্রমুখ।
নবগঠিত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন শিমন জলাই ত্রিপুরা, মো. ফরিদ উদ্দিন ও আবুল কালাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন বীর বাহাদুর ত্রিপুরা।