
লামা প্রতিনিধি |
নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে বান্দরবান জেলার লামা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) এ্যাম্পাওয়ারমেন্টে প্রকল্পের আয়োজনে ‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যের প্রাপ্তির নিশ্চিতকরণ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে রবিবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি চাম্বি মফিজ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনায় মিলিত হয়। গ্রাউস এ্যাম্পাওয়ারমেন্টে প্রকল্পের এপিও মেহেরুন্নেছার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন।

এতে ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসেম ও মো. বেলাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। দিবসে প্রকল্পের রুপসীপাড়া. ফাইতং ও আজিজনগর ইউনিয়নের কমিউনিটি চেঞ্জ মেকার দল সদস্যরা অংশ গ্রহণ করেন।