
লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নব যোগদানকৃত নার্সদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম তাদেরকে বরণ করে নেন। এর আগে ১৮ জন নার্স যোগদান করেন। বরণ অনুষ্ঠানে জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাঃ নুর মোহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলাইমান, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ ফরহাদ উদ্দিন।
দীর্ঘদিনের নার্স সংকট কাটিয়ে সেবার মান উন্নত করণ এবং নব যোগদানকৃত সকল নার্সদের আন্তরিকতার সহিত রোগীদের সেবা প্রদানে দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম।