
বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান জেলায় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্টিপদ ৯ গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সভার আয়োজন করে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্টিপদ ৯ গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ( বাসমাশিস)।
সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন ও শিমূল কুমার দাশ। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করা হয়।