বান্দরবান জেলার লামা উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এম.এস. দাখিল মাদ্রাসার হলরুমে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। লামা তথ্য আফিসের উদ্যোগে ও হায়দারনাশী মাদ্রাসার সুপার মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথি বক্তা তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল বলেন- সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।