
মো. সেলিম উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)।
চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম (ইউএনও)।
আজ মঙ্গলবার ১২টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মাষ্টার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়লে উপজেলা প্রশাসন তাদের সহায়তায় এগিয়ে আসে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকবে। চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে।