বান্দরবান প্রতিনিধি ।
বান্দরবান : বান্দরবানে গ্রেপ্তার দুই জঙ্গি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত দুই জঙ্গি হলেন- জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
এর আগে ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান চালিয়ে রণবীর ও বাসার মৃধাকে অস্ত্র, কারতুজ এবং নগদ টাকাসহ গ্রেপ্তার করে র্যাব।
২৪ জানুয়ারি বান্দরবান জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬ ফেব্রুয়ারি সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহ মামলায় সাত জঙ্গিকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রণবীর ও বাসার মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।