
লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ চলে। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, বান্দরবান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস ও লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ প্রশিক্ষক ছিলেন।
এর আগে গুড একুয়াকালচার ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়। পৃথক দুই ব্যাচে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে ২০জন করে মোট ৪০জন মাছ চাষি অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ বলেন, নার্সারি পুকুর ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে মৎস্য উদ্যোক্তরা যেমন অল্প সময়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন তেমনি এই উপজেলার মৎস্য চাষিদের মাছের পোনা প্রাপ্তি সহজ হবে যা পার্বত্য অঞ্চলের জন মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা নিশ্চিত করবে।