
মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া।
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মানাধীন ভবনের ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কর্নিশ ধসে হেলাল উদ্দীন নামক (৩৫) এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত হেলাল উদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দা কামাল উদ্দীনের পুত্র।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে নির্মানাধীন একটি ভবন থেকে মৃত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার উদ্ধার করি। লাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কর্নিশ ধসে লোকটির মৃত্যু হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ থানা হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।