
আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান।
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে গভীর রাতে ভয়াবহ আগুন লেগে ১১টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে গেছে।শনিবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
থানচি ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ বলেন, রাত ২টার দিকে জরুরি নম্বরে কল পাওয়ার পরপরই আমরা বলিপাড়া বাজারের উদ্দেশে রওনা দেই। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো কাজ শুরু করি।
বাজার ব্যবসয়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা বলেন, তখন রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে বাজারের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে হৈ চৈ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। অনিল কান্দিদাশের মালিকানাধীন একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বাজারে চলে এসেছি। স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ২০২৩ সালের ২৫ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে বলিবাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।