1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলার ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডনের ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা এলাকার পশ্চিম রাজবাড়ীর বাসিন্দা নুর নাহার বেগম নামের এক নারী জমি জবর দখলের চেষ্টা করছেন। জমি দখল করতে না পেরে প্রতিপক্ষ নুর নাহার বেগম এখন মিথ্যা অভিযোগ তুলে নানাভাবে হয়রানি করছেন। হয়রানির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সিদ্দিকুল আলম ডন।
অভিযোগে জানা যায়, লামা উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার ৩৬নং খতিয়ানের ১৩৫২ এর অংশ থেকে ১২ শতক জমি ক্রয় করে তথায় সীমানা পিলারসহ ঘেরাবেড়া দিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডন। লামা সদর ইউনিয়নের মেরাখেলা গ্রামের বাসিন্দা মাচানু মার্মা ৯ লাখ ৬০ হাজার টাকায় এ জমি বিক্রি করেন। এ জমির উত্তরে- রাস্তা, দক্ষিণে- বিক্রেতা নিজ, পূর্বে মো. আনোয়ার হোসেন ও পশ্চিমে- রাস্তা রয়েছে। কিন্তু পশ্চিম রাজবাড়ীর মনির আহমদের স্ত্রী নুর নাহার (৪৫) ওই জমি তার দাবী করে সিদ্দিকুল জবর দখলের পায়তারা শুরু করেন। এক পর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি ফৌজদারী মামলাও করেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিকভাবে পরিমাপ পরিচিহ্নিত করা হয়। পরিমাপ পরিচিহ্নিত করণে সিদ্দিকুল আলম ডন’র জমিতে সিদ্দিকুল আলম ডন আছেন এবং নুর নাহার বেগমের জমিতে নুর নাহার বেগম দখলে আছেন বলে প্রতিয়মান হয়। এতে করে দুই পক্ষের মধ্যে কোন বিরোধ থাকার কথা না। কিন্তু নুর নাহার বেগম অযথা সিদ্দিকুল আলম ডনের জমি তার দাবী করে অযথা ঝামেলা করছেন বলে জানান স্থানীয় বাসিন্দা জাবের উদ্দিনসহ অনেকে। তারা বলেন, নুর নাহার বেগমের চৌহদ্দী হলো- ্উত্তরে সাইফুল মালেক, দক্ষিণে, পূর্বে ও পশ্চিমে- রেহানা ও আমেনা বেগম। এ চৌহদ্দীর জমি সিদ্দিকুল আলম ডনের জমি থেকে ৩০০ থেকে ৪০০গজ পূর্বদিকে এবং এ চৌহদ্দী মূলে নুর নাহার বেগম ৪২ শতক জমি দখলে আছেন।
ভুক্তভোগী সিদ্দিকুল আলম ডন বলেন, নুর নাহার বেগমের জমি দখল চেষ্টার প্রশ্নই উঠেনা। বরং নুর নাহার বেগম লোভের বশীভূত হয়ে অনেক দূর থেকে এসে আমার ক্রয়কৃত ভোগদখলীয় ও নিস্কন্ঠক জমি জবর দখলের চেষ্টা করছেন। নুর নাহার বেগমের সব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নুর নাহার ও তার পরিবারের সদস্যরা বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সিদ্দিকুল আলম ডন তাদের দখলীয় এক কানি জমি জোর পূর্বক দখলের পায়তারা করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট