
মো. নুরুল করিম আরমান।
বেসরকারি সংস্থা আশিকা’র উদ্যোগে ‘ভূমিধস আগাম সতর্কতা ও কার্যকর পদক্ষেপের লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার শহরের কলাতলীস্থ ইউনি রিসোর্ট হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন-বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান, সেভ দ্যা চিলড্রেন’র এনটিসিপেটরী এ্যকশন প্রকল্পের ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেছা তানি ও সিনিয়র অফিসার মো. আবু তৈয়ব, রাইমস’র এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আশিকুজ্জামান। প্রশিক্ষণে প্রকল্পের আওতাধীন লামা ও নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা, প্রকল্পের ইউডিএমসি সভাপতি ও সদস্যগণ অংশ গ্রহণ করেন।

প্রজেক্ট কো অর্ডিনেটর সমন বিজগ চাকমা, প্রজেক্ট অফিসার উক্যহাই মার্মা, ফারজানা ইয়াসমিন, চাইন থোয়াই মার্মা, মরডী চাক ও রুবিনা এতে সহযোগিতা করেন।