
লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি জুম ঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার বিকেলের দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিন্জা ভ্যালীর একটি জুম ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রিসোর্ট মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বৈদ্যুতিক শটসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান জুমাঘরের মালিক মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, জুমঘরটি অবস্থান পাহাড়ের চূড়ায় হওয়ায় পানির ব্যবস্থা ছিলনা। তায় আগুনে জুমঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সুবিধা না থাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে যেতে পারেনি।
তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে মিরিন্সজা পর্যটন এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার জোর দাবী জানান রিসোর্ট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন রফিক।