
মো. নুরুল করিম আরমান |
৩০০-নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে লামা উপজেলায় .এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির ব্যানারে দলের সহযোগী সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন পেশার সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে চার সহস্রাধিক মানুষ অংশ গ্রহণে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শহুরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী রেস্টুরেন্টের সামনে জড়ো হয় পদযাত্রাটি। এতে উপজেলা বিএনপি নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম, মো. শাহীন ও মহিলা দলের নেত্রী শারাবান তহুলা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বান্দরবান হলো পিছিয়ে পড়া একটি অঞ্চল। এ অঞ্চলের তৃণমূলে গিয়ে মানুষের পাশে সবসময় থেকেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি নেতাকর্মীদের ছেড়ে যাননি। দল ও পাহাড়ের উন্নয়নের স্বার্থে আমরা সবাই আজ রাস্তায় নেমেছি জাবেদ রেজাকে মনোনয়নের দাবিতে।
তৃণমূলে জনপ্রিয় নেতা জাবেদ রেজাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে পুনর্বিবেচনার মাধ্যমে পার্বত্য জনপদের প্রত্যাশা পূরণ করার জন্য বিএনপি হাই কমান্ডের প্রতি বক্তারা অনুরোধ জানান বক্তারা।