1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় কুচকাওয়াজ, ডিসপ্লেতে প্রথম ও ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা পেল কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ব্যান্ডবাদনে মনোমুগ্ধকর নৈপুণ্যময় পরিবেশনা প্রদর্শন করেন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টারা। চট্টগ্রাম, বান্দরবান ও লামা উপজেলায় অনুষ্ঠিত পরিবেশনায় বরাবরের মতো এবারও তারা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে ১ম এবং ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার অর্জন করেছে। এ অর্জন শুধু কোয়ান্টাম ফাউন্ডেশনের নয়, এটি গোটা লামা উপজেলাবাসীর জন্য একটি বিশেষ অর্জন বলে জানান, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভাগীয় কুচকাওয়াজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুলের ৩১জন মেয়ে শিক্ষার্থী। প্রতিযোগিতায় তারা প্যারেডে বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির (সিএমপি), ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার চট্টগ্রাম মোহাম্মাদ নাজির আহমেদ খান।
একই দিন বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রতিযোগিতার। এতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন)। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায়ও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করেন। শুধু তায় নয়, দৃষ্টিনন্দন ডিসপ্লে (১৩০জন) প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীরা অর্জন করে ১ম স্থান, সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আব্দুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এদিকে লামা উপজেলায়ও এ দিবসে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রতিযোগিতা। এতেও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন) প্রাথমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন। লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। একই সাথে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীদের সাফল্যের অবস্থান প্রথম। সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা নাদিম ও পৌরসভার সাবেক মেযর মো. আমির হোসেন প্রমুখ।
কুচকাওয়াজ, ডিসপ্লেতে প্রথম ও ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননার অর্জনের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র অধ্যক্ষ ছালেহ আহমেদ জানান, এবারে তিনটি কুচকাওয়াজ, দুইটি ডিসপ্লে ও দুইটি ব্যন্ডবাদন মিলে সর্বমোট ৪৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।


এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেম ও শৃঙ্খলার এক অনন্য প্রদর্শনীর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। কুচকাওয়াজ, ডিসপ্লে­ প্রদর্শনীতে কোয়ান্টাম শিক্ষার্থীরা নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা, সুনিপুণ ও মনোমুগ্ধকর ব্যান্ডবাদনের মাধ্যমে বিজ্ঞ বিচারকদের দৃষ্টিআকর্ষণ করেছে। বিশেষ করে তাদের পরিবেশিত দেশাত্ববোধক গানের সুরের সাথে ব্যতিক্রমী ব্যান্ডবাদনা ও শারীরিক অঙ্গভঙ্গির নান্দনিক উপস্থাপনা হাজার হাজার দর্শকদের মনে এক আনন্দানুভূতির উচ্ছ্বাসের অনুরণন সৃষ্টি করেছে বলেও জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট