
লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলা শহরের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ১৪০০ টাকাসহ দেড় লাখ টাকার বিভিন্ন প্রকারের বিড়ি ও সিগারেট নিয়ে গেছে। সোমবার দিনগত রাতে উপজেলা শহরের রাশেদ স্টোরে এ চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনার পর শহরের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। শহরে নিরাপত্তা জোরদারের দাবী জানান ব্যবসায়ীরা।
সূত্র জানায়, লামা উপজেলা শহরে প্রায় দেড় হাজারেরও বেশি দোকান পাঠ, রাইসমিল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।অতীতে এসব ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় রাতে পুলিশের পাশাপাশি হিল আনসার ভিডিপি সদস্যরা পাহারা নিয়োজিত থাকতেন। বর্তমানে এ ব্যবস্থা চালু নেই বললেই চলে। এতে নিরাপত্তাহীনতায় পড়েন শহরের ব্যবসায়ীরা। এক পর্যায়ে সোমবার দিনগত রাতে বেচা বিক্রি শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান দোকান মালিক মোহাম্মদ সিরাজ হাওলাদার। মঙ্গলবার সকালে তিনি দোকানে গিয়ে দেখেন দক্ষিণ পাশের দরজার তালা ভাঙ্গা। পরে দোকানে ঢুকে দেখেন গোল্ডলীপ, বেনচন সিগারেট ও বিভিন্ন প্রকারের মালামালসহ দুইটি ড্রয়ার নিয়ে গেছে। যার মুল্য দেড় লাখ টাকা। একই সময় দোকানে রক্ষিত নগদ ১৪০০ টাকাও নিয়ে যায় চোরেরা।
এর আগে ২০২২ সালের ২০ অক্টোবর রাতে একই দোকানে চুরির ঘটনা ঘটে। ওই সময় চোরেরা তিন লাখ ১৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ বলেন, রাতে শহরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় আমি নি:স্ব হয়ে পড়েছি।
এদিকে চুরি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহবান জানান লামা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আমান উল্লাহ।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহজাহান কামাল জানান, চুরির ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।