
নিজস্ব প্রতিবেদক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ও গণভোট এর ব্যাপারে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিনঝিরি কামাল মেম্বার পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ অতিথি ছিলেন।
লামা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।