
মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কলাউজান ইউনিয়ন’র হিন্দুর হাট, বাংলা বাজার ও বলি পাড়ার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল প্রদান করা হয়। নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম কম্বল প্রদান উদ্ভোধন করেন।
কম্বল প্রদানের সত্যতা নিশ্চিত করে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।