
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলায় উদযাপিত হলো জাতীয় সমাজসেবা দিবস’২৬। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে দিবসটি উদযাপিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. তানভীর হাসানের সভাপতিত্বে দিবসের আলোচনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। এতে অংশ গ্রহণ করেন অর্ধশতাধিক উপকারভোগী।