বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার রাতে এ উপলক্ষে স্থানীয় কুটুমবাড়ী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। পত্রিকার লামা উপজেলা সংবাদদাতা মোহাম্মদ শাহীনেওয়াজ’র আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি ছিলেন- সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী ইব্রাহিম, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. জাফর আলী ও সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে লেখনীর মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ জানান নির্বাহী অফিসার মো. মঈন উদিদন।
অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে “টেন-মিনিট ব্রিফিং”-এর আওতায় সহকারী তথ্য অফিসার নির্বাচন কেন্দ্রিক যেকোনো গুজব, অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাংবাদিক উজ্জল বড়ুয়া।