
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এতে প্রধান অতিথি ছিলেন।
ডক্টরস অ্যাসোসিয়েশনের অফ বাংলাদেশ’র উদ্যোগে অনুষ্ঠিত চিকিৎসা সেবায়বান্দরবান জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, সদস্য নাজমুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া বান্দরবান জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশগ্রহণ করেন।