
লামা প্রতিনিধি।
বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লামা রিপোর্টার্স ক্লাব হল রুমে দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক ও প্রেসক্লাব ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দীন ও মোহাম্মদ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার বেলাল আহমদ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু পার্বত্য বান্দরবানে সংবাদের পেছনের সংবাদ প্রচার করে প্রশংসা কুড়িয়েছেন। একদিনে সাঙ্গু সৃষ্টি হয়নি। দীর্ঘ ২৪ বছর পেরিয়ে ২৫তম বছরে পদার্পন করেছে। পার্বত্য জনপদের উন্নয়নে দৈনিক সাঙ্গু’র লেখনি অন্যতম।