
মো. নুরুল করিম আরমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ প্রচারণা শুরু হয়। বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন প্রচারণার সূচনা করেন।
প্রচারণায় বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মামুন মিয়া ও গজালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
প্রচারণাকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান।
এদিকে বান্দরবান-৩০০ নং আসনের জনগণ রাজপুত্র সাচিং প্রু জেরীকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে প্রেরণ করবেন বলে জানান প্রচারণায় অংশ গ্রহণকারী নেতৃবৃন্দরা।