নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৫ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজিসহ ৩জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলার সুলতান আহমদের পুত্র আলী আকবর(৪২),সিএনজি চালক আবদুর রহমানের পুত্র জুবায়ের( ৪০) ও
মোহাম্মদ নাছিরের পুত্র ফরিদুল আলম (৪৫)।
পুলিশ সুত্র জানায়,বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ও একটি সিএনজি গাড়ি জব্দ করে এবং গাড়ির চালক ছাড়াও ২ জন মদ পাচারকারী কে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা সত্যতা নিশ্চিত করে জানান,দেশীয় তৈরী চোলাই মদসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।