1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বান্দরবানে খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬০০ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক :
বান্দরবানে স্থাপনা নির্মাণের মাধ্যমে মিলেমিশে মেস্কিছড়া খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালীরা। হাফেজঘোনা থেকে ইসলামপুর পর্যন্ত এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে দখলদারদের আগ্রাসনে মেস্কিছড়া প্রধান খালটি অস্তিত্ব হারিয়েছে। জেলা শহরের পানি প্রবাহের একমাত্র খালটি দখলের কারণে হাফেজঘোনা, বরিশালপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুরসহ আশপাশের এলাকাগুলোর মানুষের পানির উৎসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। দখল প্রক্রিয়া চলমান থাকায় খালটি কোথাও কোথাও ছোট্ট হয়ে ড্রেনের মতো হয়ে গেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবারও জেলা শহরের হাফেজঘোনা স্টিলব্রিজ ও সাঙ্গু স্কুল এলাকায় মেস্কিছড়া খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অথচ কয়েকদিন আগেই স্থানীয়দের অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ এবং অবৈধভাবে খালের ভেতরে তৈরি করা স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু তারপরও দখল প্রক্রিয়া থামছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন অভিযোগ করে বলেন, মেস্কিছড়া খালের বেশির ভাগ অংশই দখল করেছে জেলা আ.লীগের উপদেষ্টা ব্যবসায়ী কাজল কান্তি দাস। তার দেখানো পথেই ঠিকাদার জসিম, জুয়েল, বিএনপি নেতা সাঈদ, পরিবহণ শ্রমিকনেতা অমল বাবুর ভাগনে শুভ, ব্যবসায়ী নজরুলসহ আরও কয়েকজন মিলেমিশে খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে। স্থানীয় হাফেজঘোনা বাসিন্দার চন্দন বিশ্বাস চান্দু বলেন, অর্থবিত্ত এবং ক্ষমতাবান ব্যক্তি হওয়ায় বাধা দেওয়ার পরও তারা খাল দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ করেনি। খালের ভেতরে ৫/৬ ফুট পর্যন্ত দখল করে স্থাপনা তৈরি করা হচ্ছে। খালটি দখল হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় রাস্তাঘাটগুলো ডুবে যায়। সাঙ্গু জুনিয়র হাইস্কুল ও হাফেজঘোনা প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। খালটি দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সাথী রাণী, সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, শুষ্ক মৌসুমে নলকূপ ও আশপাশের পাহাড়ি ঝরণার পানি শুকিয়ে যায়, তখন মেস্কিছড়া খালের পানিই তাদের দৈনন্দিন কাজের পানির চাহিদা মেটায়। মেস্কিছড়া খালের পানি দিয়ে থালাবাসন ধোয়া, গোসল করাসহ যাবতীয় কাজ সম্পাদন হতো। কিন্তু খালটি দখলের কারণে পানি শুকিয়ে যাচ্ছে। পানির কষ্ট পাচ্ছে শ্রমজীবী দরিদ্র শ্রেণির মানুষ। খালটি দখলমুক্ত করে পানি প্রবাহের পথ সচল রাখার দাবি জানাচ্ছি।

খাল দখলের বিষয়টি অস্বীকার করে অভিযুক্তরা বলেন, তারা ক্রয়কৃত জায়গার ওপরের স্থাপনা নির্মাণ করেছে।

পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম বাচ্চু বলেন, নিজের জায়গা ছাড়িয়ে খালের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ জানান, খাল দখলের অভিযোগ ঘটনাস্থল পরির্দশন করে নির্মাণ কাজ বন্ধে করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে খাল দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্র- দৈনিক যুগান্তর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট