1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অন্তত ২ হাজার শেল্টার : ১ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি।

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে লাগা আগুন তিন ঘন্টার পর নিয়ন্ত্রণে এসেছে। এতে অনন্ত দুই সহস্রাধিক ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্টরা।

এদিকে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রবিবার (৫ মার্চ) আনুমানিক ৩ টার সময় রোহিঙ্গা উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

তবে অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। আটক রোহিঙ্গা যুবকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

এ সময় মিজানুর রহমান বলেন, বিকালে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন মুহুর্তের মধ্যেই আশ্রয় শিবিরটির কয়েকটি ব্লকসহ আশপাশের বিভিন্ন ক্যাম্পে ছড়িয়ে ভয়াবহরূপ ধারণ করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও কয়েকটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে অনন্ত ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুন শত শত রোহিঙ্গাদের বসত ঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। ঘটনায় কেউ হতাহত এবং এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধারণ করা হয়নি।

আরআরআরসি বলেন, আগুন লাগার ঘটনায় সন্দেহজনক এক রোহিঙ্গা যুবককে পুলিশ আটক করেছে। আগুনের সূত্রপাতের কারণ, কিভাবে আগুন ছড়িয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা কাজ করছেন।

ফায়ার সার্ভিসের কক্সবাজার সদর স্টেশনের উপ-পরিচালক অতীশ চাকমা বলেন, ” আগুন নিয়ন্ত্রণে উখিয়া, চকরিয়া, কক্সবাজার, রামু ও টেকনাফ স্টেশনের ১১ টি ইউনিট কাজ করেছে। প্রায় ৩ ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কাজ চলছে। “

প্রাথমিকভাবে বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের একটি বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাতের কারণে নিরূপনে কাজ চলছে।

এপিবিএন পুলিশসহ সংশ্লিষ্টদের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আগুনে বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবিরের বি-ব্লক, ই-ব্লক ও ডি-ব্লকের সবগুলো এবং ক্যাম্পটির অন্যান্য ব্লকের অধিকাংশ বসত ঘর পুড়ে গেছে। এছাড়া ৯, ১০ ও ১২ নম্বর আশ্রয় শিবিরের কিছুসংখ্যক বসত ঘরও পুড়ে যায়।

আগুন লাগার ঘটনায় অনন্ত ২ হাজারের বেশী বসত ঘর পুড়ে গেছে এবং অনন্ত ১২ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি ” বলেন, ওসি।

আরআরআরসি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের রাতে আশ্রয়ের আশপাশের বিভিন্ন আশ্রয় শিবিরের কমিউনিটি সেন্টার, স্কুল, মসজিদ ও মাদ্রাসায় থাকার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভূক্তভোগীদের মাঝে বিভিন্ন সংস্থার সহায়তায় রাতে শুকনো খাবার বিতরন করা হবে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলেছে বলে জানান মোহাম্মদ মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট