1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অন্তত ২ হাজার শেল্টার : ১ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি।

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে লাগা আগুন তিন ঘন্টার পর নিয়ন্ত্রণে এসেছে। এতে অনন্ত দুই সহস্রাধিক ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্টরা।

এদিকে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রবিবার (৫ মার্চ) আনুমানিক ৩ টার সময় রোহিঙ্গা উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

তবে অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। আটক রোহিঙ্গা যুবকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

এ সময় মিজানুর রহমান বলেন, বিকালে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন মুহুর্তের মধ্যেই আশ্রয় শিবিরটির কয়েকটি ব্লকসহ আশপাশের বিভিন্ন ক্যাম্পে ছড়িয়ে ভয়াবহরূপ ধারণ করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও কয়েকটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে অনন্ত ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুন শত শত রোহিঙ্গাদের বসত ঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। ঘটনায় কেউ হতাহত এবং এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধারণ করা হয়নি।

আরআরআরসি বলেন, আগুন লাগার ঘটনায় সন্দেহজনক এক রোহিঙ্গা যুবককে পুলিশ আটক করেছে। আগুনের সূত্রপাতের কারণ, কিভাবে আগুন ছড়িয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা কাজ করছেন।

ফায়ার সার্ভিসের কক্সবাজার সদর স্টেশনের উপ-পরিচালক অতীশ চাকমা বলেন, ” আগুন নিয়ন্ত্রণে উখিয়া, চকরিয়া, কক্সবাজার, রামু ও টেকনাফ স্টেশনের ১১ টি ইউনিট কাজ করেছে। প্রায় ৩ ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কাজ চলছে। “

প্রাথমিকভাবে বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের একটি বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাতের কারণে নিরূপনে কাজ চলছে।

এপিবিএন পুলিশসহ সংশ্লিষ্টদের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আগুনে বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবিরের বি-ব্লক, ই-ব্লক ও ডি-ব্লকের সবগুলো এবং ক্যাম্পটির অন্যান্য ব্লকের অধিকাংশ বসত ঘর পুড়ে গেছে। এছাড়া ৯, ১০ ও ১২ নম্বর আশ্রয় শিবিরের কিছুসংখ্যক বসত ঘরও পুড়ে যায়।

আগুন লাগার ঘটনায় অনন্ত ২ হাজারের বেশী বসত ঘর পুড়ে গেছে এবং অনন্ত ১২ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি ” বলেন, ওসি।

আরআরআরসি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের রাতে আশ্রয়ের আশপাশের বিভিন্ন আশ্রয় শিবিরের কমিউনিটি সেন্টার, স্কুল, মসজিদ ও মাদ্রাসায় থাকার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভূক্তভোগীদের মাঝে বিভিন্ন সংস্থার সহায়তায় রাতে শুকনো খাবার বিতরন করা হবে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলেছে বলে জানান মোহাম্মদ মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট