তথ্য অফিস লামার উদ্যোগে
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২৩ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হচ্ছে। গত চার মার্চ থেকে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এ প্রচার করা হয়। তথ্য অফিসের ঘোষক চাহ্লাচিং মার্মার তত্বাবধনানে এ প্রচার করা চলছে।