1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত লামায় হাজার হাজার নারী পুরুষের প্রতিরোধের মুখে ইটভাটায় অভিযান চালাতে পারেনি পরিবেশ অধিদপ্তরের অভিযানি দল

নাফ মেরিন শিশু পার্কে শিশু নেই : আছে অশ্লীলতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৩৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি |

টেকনাফ খোনকার পাড়ায় মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত নাফ মেরিন শিশু পার্ক। নাফ মেরিন শিশু পার্কে শিশু নেই আছে শুধু অশ্লীলতা। শিশুদের সুষ্ঠু বিনোদনের জন্য গেল একবছর আগে বেসরকারিভাবে এ প্রতিষ্ঠানটি চালু হলেও সম্প্রতি এই পার্কটিতে মধ্যরাত পর্যন্ত চলে মদ জুয়ার আসর, মদ বিক্রি ও অশ্লীল নাচ-গানের অনুষ্ঠান। এছাড়া চলছে র‌্যাফলে ড্রয়ের নামে প্রতারনা। ২০ টাকার বিনিময়ে লাখ টাকার পুরস্কার জেতার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র।

স্থানীয়রা জানান, প্রতিদিন ৭০/৮০টি ইজিবাইকে করে র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি হচ্ছে। ২০ টাকা মূল্যের লটারির টিকিট বিক্রি করে প্রতিদিনই প্রায় অর্ধ কোটি টাকার টিকিট বিক্রি করছে। বিনিময়ে পুরস্কার হিসেবে দিচ্ছে ২/৩লাখ টাকার। বাকী টাকা লটারির আয়োজক ও অন্যান্যদর পকেটে ঢুকছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টার দিকে পৌরসভা এলাকায় অবৈধভাবে লটারির টিকেট বিক্রয় কালে ৩টি ইজি বাইক, ড্রাম ও টিকেট জব্দ করেছে প্যানেল মেয়র-০১ মাওলানা মুজিবুর রহমান। পরে ইজি বাইক গুলোকে ছেড়ে দেওয়া হলেও সরঞ্জাম আটকে রাখা হয়েছে বলেও জানা যায়।
প্যানেল মেয়র-০১ মাওলানা মুজিবুর রহমান জানান, শা’বান মাস আসন্ন মাহে রমজানের প্রস্ততির মাস। এই পবিত্র মাসে র‌্যাফেল ড্রয়ের নামে টিকিট বিক্রি ও মদ জোয়ার আসর কোনভাবেই চলতে পারে না। এসব অপকর্ম বন্ধের দাবীতে টেকনাফ উপজেলা ওলামা পরিষদ বার বার অনূরোধ জানিয়ে আসছিল এবং টেকনাফ বাস স্টেশন সংলগ্ন এলাকায় সর্বস্থরের তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এরপরও কর্তৃপক্ষ এসব অপকর্ম বন্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
লটারির বিক্রির ইজি বাইক, ড্রাম ও টিকেট কেন জব্দ করেছেন জানতে চাইলে প্যানেল মেয়র-০১ মাওলানা মুজিবুর রহমান বলেন, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অভিযোগের ভিক্ততে তাদের পৌর এলাকায় টিকিট বিক্রয় কারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আয়োজনের অনুমতি সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি তারা, তাই টিকিট বিক্রির সরঞ্জাম গুলো রেখে পর ইজিবাইক গুলো ছেড়ে দেওয়া হয়েছে।
গত ১মার্চ টেকনাফ উপজেলা ওলামা পরিষদ এর সভাপতি মাও: মাহবুবুর রহমান মজাহেরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয় যে, টেকনাফ উপজেলার মেরিনড্রাইভ সংলগ্ন বিভিন্ন স্থানে চলমান অসামাজিক, অশ্লীল নাচগাণ, লটারি-মদ জুয়ার আসর দ্রুত বন্ধ করন, অন্যথায় আল্লাহ তা’আলার আযাব ও গজবের সাথে মুকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন।
অন্যদিকে, শিশু পার্কে এসব আপত্তিকর অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার (২মার্চ) বিকাল বেলা টেকনাফ বাস স্টেশন সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সর্বস্থরের তৌহিদী জনতার ব্যানারে উক্ত আয়োজন করা হয়েছিল। কয়েক শত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধনে শিশু পার্কে অসামাজিক অনুষ্ঠান বন্ধ করা না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারিও উচ্চারণ করা হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলও বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট