লামা উপজেলার ফাইতং ইউনিয়নে হঠাৎ লাগা আগুনে পুড়ে দুইটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। পরিবার দুইটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলিকাটা এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো- অলিকাটা এলাকার জুবাইর আহমদ এর স্ত্রী মিনার আক্তার এবং সমি উদ্দিন এর স্ত্রী শাহানা আক্তার। অভাব-অনটনে যেখানে জীবন যায় যায় সেখানে এই ক্ষতি শেষ সম্বলটুকু কেড়ে নিল।
ক্ষতিগ্রস্ত মিনার আক্তার জানায়, সোমবার সন্ধ্যায় হঠাৎ ঘরে চুলা থেকে অসতর্কতাবশত আগুন ছড়িয়ে পড়ে তাদের বসতবাড়ি একেবারে পুড়ে যায়। বসতবাড়ি একটি হলেও সেখানে তারা দুইটি দরিদ্র পরিবার বসবাস করত। চোখের সামনে সব কিছু পুড়ে এখন তারা নিঃস্ব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে। তবে তা অপ্রতুল। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে ও সরকারী সহায়তা দেয়ার অনুরোধ করেন।