সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার অধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার কাঙ্ক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন রাত পোহালেই অনুষ্ঠিত হবে।
শনিবার,১৮মার্চ ২০২৩ সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য ক্যানোয়ান চাক ও সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মো.ইসলাম বেবী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এবং সঞ্চালনায় থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ.ইমরান।
জানা যায়,এই কাঙ্ক্ষিত সম্মেলনে সভাপতি প্রার্থী হল দুজন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছয়জন। সভাপতি প্রার্থী হল বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি। সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলার সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইমরান,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য ক্যানোয়ান চাক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর।মোহাম্মদ আবু তাহের বাহাদুর, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা ও ইউসুফ আজাদ মুন্না প্রমুখ।