1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

কক্সবাজারে ডেসটিনি’র পরিত্যক্ত ভবনে মাদকের হাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৭৩ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এমএলএম কোম্পানি ডেসটিনি’র পরিত্যক্ত ভবনটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা, চলে সেবনের নিয়মিত আসর। ভ্রাম্যমাণ পতিতা ব্যবসাও চলে সেখানে। জুয়া খেলারও নিরাপদ আস্তানা ভবনটি। শুধু তাই নয়, অপহরণ করে নিয়ে আটকে চাঁদাবাজির ঘটনাও ঘটে। এমন হরেকরকম অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভবনটি।

জানা গেছে, এমএলএম কোম্পানি ডেসটিনি যখন সারা দেশে একচেটিয়া ব্যবসা করছিল, তখন প্রতিষ্ঠানটি সুগন্ধা পয়েন্টে এই হোটেলটি গড়ে তোলে। পরে ২০১২ সালে ডেসটিনি বন্ধ হয়ে গেলে হোটেলটির ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। এরপর থেকেই এটি একপ্রকার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সুযোগে একশ্রেণির সংঘবদ্ধ অপরাধী সিন্ডিকেট অপরাধকান্ডে নানাভাবে পরিত্যক্ত স্থাপনাটিকে ব্যবহার করছে। এছাড়া অনেকে সেখানে নানা ব্যবসা বাণিজ্যও খুলে বসেছে।

আশপাশের ব্যবসায়ীরা জানিয়েছেন, ১৫/২০ জনের একটি সিন্ডিকেট পরিত্যক্ত ভবন টি নিয়ন্ত্রণ করেন। তারা বৈধ ব্যবসার গোডাউনের আড়ালে সেখানে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ। তারা আরও জানিয়েছেন, পরিত্যক্ত ভবনটির বিভিন্ন কক্ষ ভাড়া দিয়েও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে, দুই/একজন বীচকর্মী নেপথ্যে সিন্ডিকেটটিকে সহযোগিতা দিয়ে থাকে।

সম্প্রতি অভিযোগ উঠেছে, কক্সবাজারের প্রাণকেন্দ্র সুগন্ধা পয়েন্টে ডেসটিনির পরিত্যাক্ত ভবনে বসছে মাদকের হাট। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে মাদক বেচাকেনা। এই হাটে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ সব ধরনের মাদক। পাশাপাশি মাদক সেবীদের আড্ডার স্থান হিসেবেও বেশ পরিচিত ভবনটি।

সরেজমিনে দেখা গেছে, সুগন্ধা পয়েন্টে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১০ তলা বিশিষ্ট ওই ভবনটি। ভবনের বিভিন্ন তলায় প্রবেশ করলে দেখা যায় বিভিন্ন রুমে বসেছে মাদকের আসর। একই তলায় আরও দুটি রুমে দেখা যায় কয়েকজন মাদকসেবীকে। তারা তখনও মাদক সেবন করছেন। কয়েকটি কক্ষে জুয়া খেলতেও দেখা যায়।

জানা গেছে, জাফর আলম নামের এক ব্যক্তি পরিত্যক্ত এ হোটেলের প্রতি কক্ষ মাদক ব্যবসায়ীদের কাছে ৫-৭ হাজার টাকা করে ভাড়া দেন। এছাড়া মাদক ব্যবসার লাভের টাকার নির্দিষ্ট পরিমাণের একটি ভাগও পান তিনি।

সংশ্লিষ্ট জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকসেবী ও বিক্রেতারা গ্রেফতার হলেও অজানা এক কারণে ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় ভবনটি। এছাড়া শহরের অপরাধীদের একটি চক্র ভবনটিতে আশ্রয় নিয়ে থাকে।

ছিনতাইকারীরা শহর জুড়ে ছিনতাই করে ওই ভবনটিতে নিরাপদে আশ্রয় নেয়। সুগন্ধা সৈকতের পাশে এমন মাদকের আখড়ার ফলে পর্যটকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। পর্যটকদের ব্যাগ টানা পার্টি বা কিশোর গ্যাংয়ের উৎপাতের সঙ্গেও জড়িত ওইসব মাদকসেবীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম “সকালের কক্সবাজার”কে বলেন, ‘এ বিষয়ে বিচ্ছিন্নভাবে অনেক অভিযোগ আসছে, দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে’।

বিষয়টি জানানো হলে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো.জিল্লুর রহমান এ বিষয়ে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

পরে যোগাযোগ করা হলে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিন আলম বলেন, ‘পরিত্যক্ত ভবনে অপরাধীদের খোঁজ খবর নিয়ে অভিযান চালানো হবে।’

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘এ বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে নানা অভিযোগ আসছে, এটি গুরুত্ব সহকারে দেখা হবে’।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘এটি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র -উখিয়া নিউজ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট