1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত লামায় রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত আলীকদম বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান মিয়ানমারের অভ্যান্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত লামায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির  উদ্যোগে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে ফেস্টুন স্থাপন লামায় কার্প জাতীয় মাছের পোনা পেলেন ১০০ চাষি হাতিয়ায় পিডিবি’র দুই কর্মীকে চোর সন্দেহে মারধর, ১ জনের মৃত্যু

খাগড়াছড়ি জেলা আ.লীগের বর্ধিত সভা, কয়েক প্রভাবশালী নেতার বর্জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। সভা বিকাল সাড়ে ৫টার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী বেশ কয়েক জন প্রভাবশালী নেতা এ বিশেষ বর্ধিত সভা বর্জন করেছেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, এডভোকেট নাসির আহমেদ চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, আঞ্চলিক পরিষদ সদস্য জাফর, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, এড আশুতোষ চাকমা, মংক্যাচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, শফিকুল ইসলাম ফারুক, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি সদস্য ও নয় উপজেলা ও তিন পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। তবে সভায় কি সিদ্ধান্ত হয়েছে জানা যায়নি।

এদিকে বর্ধিত সভার বিরোধিতা করে গত শুক্রবার (৭ এপ্রিল) বিকালে বিকেল পর্যটন মোটেলের হলরুমে গোপনীয়তা রক্ষা করে এক সভা করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সহ-সভাপতি, উপদেষ্টাসহ অনেক নেতাকর্মীরা। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা সভার সভাপতিত্ব করেন। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল আলম, অ্যাডভোকেট নাসির আহমেদ উদ্দিন, খগেশ্বর ত্রিপুরা, সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, তপন কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক ও জেলা কমিটির সদস্য জয়নাব দেব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
তবে সেদিনের (৭ এপ্রিলের) বৈঠকে উপস্থিত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট নাসির আহমেদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান আজকের জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়ও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, কোনও এজেন্ডা ছাড়া বিশেষ বর্ধিত সভা ডাকা গঠনতন্ত্র পরিপন্থি। মনগড়াভাবে সংগঠন চলতে পারে না। জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি নিজের মতো করে সংগঠন চালাতে চাচ্ছেন। তাই সমমনা অনেকে মিলে আমরা ৯ এপ্রিলের বিশেষ বর্ধিত সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙা পৌরসভার মেয়র শামসুল হক বলেন, বর্ধিত সভা মানে, সেখানে একজন কেন্দ্রীয় নেতা প্রধান অতিথি থাকবেন। যার কাছে আমরা অভাব-অভিযোগ করবো, বিচার দেবো। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কাছে বিচার দিয়ে লাভ নাই। তাই এমন বর্ধিত সভায় যাইনি।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, এজেন্ডাবিহীন বর্ধিত সভা। কোটি টাকা ব্যয়ে নির্মিত দলীয় কার্যালয় থাকতে জেলা পরিষদের বাংলোতে এমন সভা ডাকা নিয়ে প্রশ্ন তুলে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, কয়েক জন বসে মিটিং করেছে শুনেছি। মূলত, জাহেদুল আলম পরিবারকে আওয়ামী লীগে আনার জন্য তারা সভা করেছে। তিনি গঠনতান্ত্রিক নিয়মে সংগঠন চলছে জানান।

একটি সূত্র জানায়, গত ৭ এপ্রিল অনুষ্ঠিত সভায় আগামী জুন মাসের মধ্যে জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করতে এবং পার্বত্য জেলা পরিষদের নানা অসঙ্গতি ও জেলা আওয়ামী লীগের অসাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে বলেও নিশ্চিত করেছেন সভায় অংশগ্রহণকারী অনেকে।

উল্লেখ, ২০১৪ সালের নির্বাচনের আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরবর্তীতে ২০১৯ এর সবশেষ কাউন্সিলেও দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

২০১৫ সালে পৌরসভা নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগে দলীয় কোন্দল চরমে পৌঁছে। কোন্দলকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বহিস্কৃত হন। কিন্তু কোন্দল থামেনি। এ কোন্দলে দুইপক্ষের মধ্যে সংঘাত, সংঘর্ষ হামলা-পাল্টা হামলায় দলীয় কর্মীর প্রাণহানির ঘটনাও ঘটে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কোন্দল নিসরস হয়।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সামনে রেখে আবারও সে কোন্দল দেখা দিয়েছে বলে মনে করেন পর্যবেক্ষক মহল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট