কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের পাহাড়ি এলাকায় এ গুলিবিনিময় হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ।
নিহত দুজন হলেন ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের নুরুল ইসলামের স্ত্রী নুর হাবা (৫০) ও একই ক্যাম্পের বশির আহমদের ছেলে মোহাম্মদ হাসিম (৩২)। হাসিম আরসার সামরিক শাখার দায়িত্বে ছিলেন।
এএসপি ফারুক আহমেদ জানান, দুপুর থেকে ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের পাহাড়ি এলাকায় আরসার ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থান করছে—এমন সংবাদে অভিযানে যায় এপিবিএন। কয়েক টিম ভাগ হয়ে অভিযান শুরু হলে এপিবিএনের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে আরসার সন্ত্রাসীরা।
এসময় বসতঘরে থাকা রোহিঙ্গা নারী নুর হাবা নিহত হন। পরে আত্মরক্ষার্থে এপিবিএন গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশির সময় আরসার সামরিক শাখার নেতা মোহাম্মদ হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
এপিবিএনের সহকারী পরিচালক আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য সাদেককে আটক করা হয়। এ ঘটনায় এপিবিএনের দুইজন সদস্যও আহত হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র- দৈনিক বাংলা