কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে স্ত্রী হত্যার দায়ে দায়েরকৃত হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ আলী ভুট্টোকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে বিষয়টি গণমাধ্যম মাধ্যমেকে জানান, র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।
এর আগে গত সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় গাজীপুর মেন্ট্রাপলিটনের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভুট্টো জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১২ এপ্রিল ভোরে ভুট্টোর স্ত্রী কামরুন্নাহারকে যৌতুকের দাবিতে মারধর করে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার ঈদগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ভুট্টোসহ ৩ জনকে আসামী করা হয়। ঘটনার পর থেকে আসামি মোহাম্মদ আলী ভুট্টো পলাতক ছিল। গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিগত সহযোগিতায় ঢাকার গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে র্যাব-১ ও র্যাব- ১৫ এর আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোকে গ্রেফতার করতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উক্ত হত্যা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।