1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভা নির্বাচন : মেয়র পদে নির্বাচন করতে চান মানিক মিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |
পর্যটন শহর কক্সবাজার পৌরসভার আসন্ন ১২ জুনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন কক্সবাজারের জমিদার পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক আল যুবায়ের চৌধুরী (মানিক)।

তাঁর দীর্ঘদিনের আমেরিকায় বসবাসের অভিজ্ঞতা এবং বিশ্বের অন্যান্য উন্নত শহর গুলোর ভ্রমণ ও দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যটন শহর কক্সবাজারকে একটি আধুনিক উন্নতমানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি আগামী ১২ জুনের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

পৌরবাসী তাকে মেয়র পদে নির্বাচিত করলে তাঁর মেধা, শ্রম ও অর্থ এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে কক্সবাজার শহরকে একটি সুন্দর আধুনিক মানের উন্নত পর্যটন শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবেন বলে আশা করেন তিনি।

জনাব আল যুবায়ের চৌধুরী মানিকের শৈশব কৈশোর কেটেছে কক্সবাজার শহরে। তাই তিনি কক্সবাজার শহরের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। এবিষয়ে তিনি কক্সবাজার পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

আল যুবায়ের চৌধুরী (মানিক ) দক্ষিণ চট্টগ্রামের পেকুয়ার বিশিষ্ট সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। সাবেক পার্লামেন্ট সদস্য, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার আইন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট জমিদার আলহাজ্ব মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী তাঁর পিতা। মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরী ছিলেন, একজন জমিদার, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব। এড. ফিরোজ আহমদ চৌধুরী ১৯৫৪-৫৮ সালে শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার শহরে এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ছিলেন মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা এবং তাদের লালদীঘির পাড়ের বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল।

প্রচন্ড মেধাবী যুবায়ের চৌধুরী মানিক চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় ১৫ তম স্থান লাভ করেন।

এর পর আমেরিকা গিয়ে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি থেকে অর্থনীতি এবং ইনফরমেশন সিসটেম ম্যানেজমেন্টে তিনি দুইটি স্নাতক ডিগ্রী অর্জন করেন। আমেরিকার নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট অব টেকনোলজিতে তিনি স্নাতকোত্তর (এম এম) ডিগ্রী লাভ করেন।

সেই থেকে সম্মানজনক অবস্থানে থেকে তিনি আমেরিকায় বসবাস করলেও গত ১২ বছর ধরে দেশে ফিরে এসে সমাজ সেবা ও ব্যবসায় আত্মনিয়োগ করেছেন। যুবায়ের চৌধুরী মানিক একজন সামাজিক ও মানবিক মানুষ। তাই তিনি আমেরিকায় এবং দেশের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠনের  কার্যক্রমের সাথে জড়িত।

তিনি একাধারে প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজার অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউইয়র্ক। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউইয়র্ক। প্রতিষ্ঠাতা সদস্য, হোপ ফাউন্ডেশন মিয়ামি, মার্কিন যুক্তরাষ্ট্র। উপদেষ্টা, হোপ ফাউন্ডেশন কক্সবাজার, যুক্তরাষ্ট্র।

সভাপতি, কুলসুম নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া। সভাপতি, পেট্রোলিয়াম ফিলিং স্টেশন মালিক সমিতি, কক্সবাজার জেলা। সদস্য, চেম্বার অব কমার্স, কক্সবাজার ও স্থায়ী সদস্য, চিটাগাং ক্লাব। আল যুবায়ের চৌধুরী (মানিক) কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ ক্যাপ্টেন কক্স ফিলিং ষ্টেশনের সত্ত্বাধিকারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট