লামা প্রতিনিধি |
প্রতি বছরের মত এবারও পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করেছে উপজেলা স্বেচ্ছা সেবক দল। গত ২০ এপ্রিল স্থানীয় হোটেল মেহমানে আনুষ্ঠানিকভাবে ১০০ গরীব অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী প্রদান করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল, সেমাই, চিনি, কিসমিস, গুড়ো দুধ, লুঙ্গি, গেঞ্জি ও শার্ট। উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো. জাকের হোসেনের সভাপতিত্বে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমির হোসেন। এতে উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজ উদ্দিন ও পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মো. বেলাল হোসেন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের নেতাকর্মীদে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো. জাকের হোসেন বলেন, গরীব অসহায়দের কথা চিন্তা করে প্রতি বছরের মত এ বছরও এসব ঈদ সামগ্রী প্রদানের উদ্যোগ নেয়া হয়।