বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান পৌরসভা এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে রাজপুকুর পাড় থেকে উচাইসিং মারমা (৩৫) নামের এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উচাইসিং মারমা বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকার বাসিন্দা কালামং মারমার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আজ শনিবার বেলা ১১ টার দিকে রাজপুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরপাড়ে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে প্রতিবন্ধী উচাইসিং মারমার মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে উচাইসিং মারমার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।











প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ