1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে দুই হাজারে হাউজবোটে থাকার ব্যবস্থা বার্গি লেকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

জিয়াউল জিয়া, রাঙ্গামাটি |
সম্প্রতি কাশ্মীর ডাল লেকের আদলে কাপ্তাই লেকে নামানো রয়েছে বার্গি লেক ভ্যালি প্রিমিয়াম হাউজবোট। এই হাউজবোটে সবচেয়ে কম খরচে রাত্রি যাপন করতে পারবে পর্যটকরা। দ্বিতল এই বোটে রয়েছে ১২টি কক্ষ। নিচ তলার রুমের প্যাকেজ জনপ্রতি ২ হাজার টাকা। দ্বিতীয় তলার রুমের প্যাকেজ জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা। প্রতিরুমে দুজন করে থাকার ব্যবস্থা আছে। বোট তৈরিতেও ব্যবহার করা হয়েছে স্থানীয় উপকরণ কাঠ ও বাঁশ। স্থানীয় উদ্যোক্তরা এভাবে এগিয়ে এলে হাউজবোট কেন্দ্রিক পর্যটক বিকাশের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টখাতের ব্যবসায়ীরা। রাঙামাটির শহরসহ আশেপাশে কাপ্তাই হ্রদে এখন এমন হাউজ বোট রয়েছে আরও নয়টি।

পর্যটক কেন্দ্রিক হাউজবোটে এতোদিন রাঙামাটি পিছিয়ে থাকলেও তরুণদের হাত ধরে গত কয়েকবছরে বেশ এগিয়েছে এই খাত। কাপ্তাই হ্রদে জনপ্রিয় হয়ে ওঠায় একের পর এক যোগ হচ্ছে হাউজ বোট। রেস্টুরেন্ট কটেজের এর এবার বার্গি লেক ভ্যালীতে যুক্ত হলো কম খরচে রাত্রি যাপনে সুবিধা নিয়ে হাউজ বোট সেবা। দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে হাউজবোট কেন্দ্রিক রাত্রিযাপনের ব্যবস্থা। অপরিকল্পিতভাবে যাতে হাউজ বোট হ্রদে নামানো না হয় সেই বিষয়ে বিবেচনায় রাখার তাগিদ দিলেন জনপ্রতিনিধিরা।

পর্যটন সংশ্লিষ্টখাতের ব্যবসায়ী ললিত সি চাকমা বলেন, সারাদেশের মানুষের কাছে রাঙামাটি অন্যরকম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। তাই নতুন নতুন উদ্যোগ কাজে লাগাতে পারলে আরও বেশি পর্যটকদের রাঙামাটি নিয়ে আসা সম্ভব। যেভাবে ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছে তাতে করে সরকারি সহায়তা বেশি প্রয়োজন।

বার্গি লেক ভ্যালী প্রিমিয়াম হাউজবোট এর ম্যানেজার সাগর মারমা জানান, অন্য হাউজ বোটগুলোর মতো এটি হ্রদে বেড়ানো যাবে না। এটি ডকে থাকবে। কম খরচে হ্রদে পাশে হাউজ বোটে সময় কাটানোর জন্য একটি তৈরি করা হয়েছে। এখানে মোট ১২টি কক্ষ হয়েছে নিচ তলার রুমের প্যাকেজ জনপ্রতি ২ হাজার টাকা। দ্বিতীয় তলার রুমের প্যাকেজ জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা। প্রতিরুমে দুজন করে থাকার ব্যবস্থা আছে। সন্ধ্যার নাস্তা, রাতে চিকেন বারবিউ কিউ এর ব্যবস্থা, সকালে ডিম খিচুড়ির ব্যবস্থা থাকবে এবং ৩০ মিনিট কাইকিং করতে পারবে এই খরচের মধ্যে।

বার্গি লেক ভ্যালী প্রিমিয়াম হাউজবোট উদ্যোক্তা বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, বার্গিতে আমাদের যে রিসোর্ট রয়েছে সেগুলোর ভাড়া ৬ থেকে ১০ হাজার টাকা। দেখুন অনেকে রাঙামাটি ভ্রমণ করতে চাই। কিন্তু বাজেটের কারণে রাঙামাটি আসতে পারছে না। তাদের জন্য আমাদের এই ব্যবস্থা। ২ হাজার টাকার মধ্যে থাকা খাওয়া সবকিছুই পাচ্ছেন।

রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ব্যাঙের ছাতার মতো যত্রতত্র হাউজবোট হলে লেকের পরিবেশ নষ্ট হতে পারে। তাই আমি মনে করি হাউজ তৈরি করেই যে কেউ যাতে হ্রদে বোট নামাতে না পারে। আবার বেশি বোট হয়ে গেলে যারা এতো টাকা খরচ করে হাউজ বোট নামিয়ে লোকনানে না পড়েন সেই দিকেও নজর দিতে হবে। তাই অপরিকল্পিতভাবে যাতে হাউজ বোট হ্রদে নামানো না হয়, সেই বিষয়ে বিবেচনায় রাখার তাগিদ এই জনপ্রতিনিধির।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট