বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩ মে কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক সিঃ সহ-সভাপতি হারুনুর রশিদকে (ভারপ্রাপ্ত) সভাপতি হিসেবে মনোনিত করে জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক খায়রুল আমিন হিরু।
উল্লেখ জাতীয়তাবাদী শ্রমিকদল পেকুয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুজিবুল হক চৌধুরী পদত্যাগ করায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সিঃ সহ-সভাপতি হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত সভাপতি করে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সাধারণ সম্পাদক জামাল হোছেন, সিঃসহ-সভাপতি উসমান গণি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীনকে বহাল রাখা হয়েছে।
৪ মে (বৃহস্পতিবার) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদের পিতা-মাতার কবর জিয়ারতের পর উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ’কে ফুলেল শুভেচ্ছা জানান।
পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ বলেন, কক্সবাজার জেলার প্রাণপুরুষ সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদের হাতকে শক্তিশালী করতে আগামীতে জাতীয়তাবাদী শ্রমিকদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সাথে আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে থাকবে।