নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক আইসক্রিম বিক্রেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৪টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাক হেডম্যান পাড়ার তিন রাস্তার মোড়ের পাহাড়ী রাস্তা দিয়ে যাত্রিবাহী টমটম নিচে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে রবিউল আলম নামের এক আইসক্রিম বিক্রেতা বৈদ্যুতিক খুঁটির সাথে অন্ডকোষে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
আহত যুবককে ৫টার দিকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গিলে তাকে মৃত ঘোষণা করেন । বর্তমানে নিহতের লাশ নিজ বাড়িতে দাফনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানা যায়।
নিহত যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলুদিয়াশিয়া গ্রামের ইমাম হোসনের পুত্র রবিউল আলম (১৭)।
বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো: আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং অকালে সড়ক দূর্ঘটনায় একটি প্রাণ ঝরে যাওয়ায় তিনি মর্মাহত বলে জানান।