1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক

লামা উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২৩ মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন-আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পদাক চিংথোয়াই মার্মা। উপজেলা কমিটির ১৯৭ জন ও পৌর কমিটির ৯৪ জন কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা সম্মেলনে স^তস্ফ’র্তভাবে অংশ গ্রহণ করেন।
সম্মেলনে মাইকেল আইচ কে সভাপতি ও আনোয়ার হোসেন সোহেল কে সাধারণ সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদেরা হলেন- সহ-সভাপতি মো. আলমগীর, রজব আলী ও মো. সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার কামাল মজনু। অপরদিকে মংচাইন মার্মাকে সভাপতি ও মো. ইব্রাহিম রুবেলকে সাধারণ সম্পাদক করে আংশিক পৌর শহর কমিটি গঠন করা হয়। এ কমিটিতে অন্য পদেরা হলেন- সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন। শেষে আনুষ্ঠানিকভাবে গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনার পর গঠিত কমিটিরি অনুমোদন দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
সম্মেলনে উপজেলা কমিটিতে সভাপতি পদে প্রার্থী ছিলেন মাইকেল আইচ, মোজাম্মেল হক ও এমডি আলমগীর। এছাড়া মো. আনোয়ার হোসেন সোহেল, আনোয়ার কামাল মঞ্জু ও মো. সেলিম সাধারণ সম্পাদক পদে, মো. রাসেল ও সোহেল রানা সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন। পৌর শহর কমিটিতে সভাপতি পদে প্রার্থী ছিলেন- রজ্জব আলী, মো. জযনাল আবেদীন, মংচাইন মার্মা ও আইয়ুব আলী। কোন প্রতিদ্বন্ধী না থাকায় সাধারণ সম্পাক পদে মো. ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আলী হোসেন আগেই নির্বাচিত হন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লামা উপজেলা ও পৌর কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. মঞ্জুরুল ইসলাম বলেন, আগমী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বান্দরবান জেলা কমিটির বরাবরে প্রেরণের শর্তে আংশিক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগমী ৩ বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট