1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

বান্দরবানে জালিয়াতি মামলায় ভূমি অফিসের কর্মচারী সন্তোষসহ ৩ জন কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান শহরে ভূমির দলিল জালিয়াতি করে অবৈধ ভাবে জমি জবর দখলের মামলায় সন্তোষ দাশ নামে সদর ভূমি অফিসের কর্মচারীসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে সন্তোষ দাশসহ অপর ৭ জনের বিরুদ্ধে এমামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কের ভেনাস রির্সোটের সামনে সৈয়দ মোজাফ্ফর আহাম্মদ নামে এক ব্যক্তির জমি ভুয়া দলিল সৃজন করে মামলার আসামীরা জবর দখল করে রাখে দীর্ঘ দিন ধরে। এঘটনায় গত ৪ মে জমির মালিক সৈয়দ মোজাফ্ফরের জামাতা মো: জহিরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নামে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, বান্দরবান সদর ভূমি অফিসের জারি কারক সন্তোষ দাশ, মোস্তফা মিনহাজ, ভূমি কথিত কেয়ারটেকার মান্নান, দলিল লেখক গোপাল দাশ, দলিলের স্বাক্ষী মো: আলী হোসেন, জিন্নাত আরা ও রমিজ আহাম্মেদ।

এমামলায় বুধবার (১০ মে) আসামী সন্তোষ দাশ, মান্নান ও গোপাল দাস দাস আত্মসমার্পন পূর্বক আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।

এই ব্যাপারে মামলার বাদী মো: জহিরুল ইসলাম  জানান, এই আসামীরা পরস্পর যোগসাজসে তাহার শ্বশুরের স্থলে অন্য ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে জাল দলিল তৈরী করে তাদের নামে নামজারী করে নেয়।

তিনি আরো জানান, ১নং আসামী সন্তোষ দাশ বান্দরবান সদর ভূমি অফিসের জারীকারক পদে কর্মরত। তার পিতা সুনিল দাশ (সোনা রাম) একজন জাল দলিল চক্রের মূল হোতা। সেই সুবাদে পিতা পুত্র মিলে সদর ভূমি অফিসকে ম্যানেজ করে জাল দলিল সৃজন করে তার শ্বশুরের ৫০ শতক জমি জবর দখল করেন।

আরো জানা গেছে, ১৯৮১ সালে ৩ ডি সেট মৌজা মূলে জেলা সদরের ৩১৩ নং মৌজায় সরকারী কর্মচারী সৈয়দ মোজাফরকে ৫০ শতক জায়গা বন্দোবস্তি প্রদান করেন তৎকালীন জেলা প্রশাসক। ১৬৯ হোল্ডিং এর বন্দোবস্তি প্রাপ্ত সেই জায়গার মালিক মোজাফর। আর অন্যজনকে মোজাফর সাজিয়ে ভূমিটির মালিক বানিয়ে এই ভূমির ৪০ শতক জায়গা মোস্তফা মিনহাজ ও ১০ শতক নিজ পুত্র সন্তোষ দাশকে বিক্রি করেন সন্তোষ দাশ এর পিতা সুনিল দাশ ওরফে সোনারাম। এরপর মোস্তফা মিনহাজ তার ৪০ শতক ভূমি থেকে লেস কামাল ও মো: জসিম উদ্দিনকে ২০ শতক বিক্রি করে দেন।

আরো জানা গেছে, উক্ত ভূমিতে থাকা ভূমির কেয়ারটেকার মান্নান হঠাৎ ভূমিটি নিজের দাবি করে পরিবার নিয়ে বসবাস করে আসছে এবং তার ছেলে রবিউল ইসলাম, ড্রাইভার মো: সেলিম, মো: সোলাইমান, মামুনুল ইসলাম ভূমিটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে মাদকব্যবসা ও অসামাজিক কর্মকান্ড সংগঠিত করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের। আর বর্তমানে জায়গাটি সরকারি খাস জমি দাবী করে সদর ভূমি অফিস সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট