1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
থামচিতে এক নারীর লাশ উদ্ধার চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত বৃদ্ধ লামায় টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু লামায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন’র কর্মবিরতি পালন লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার লামায় ১০ জুয়াড়ি আটক, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন

চকরিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি |
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিনকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। একইভাবে তার স্ত্রীকেও হুমকি দিয়ে মেসেজ দেওয়া হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে ইয়ার রহমান নামে একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি ভয়েস মেসেজ দিয়ে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চকরিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

হুমকিদাতাকে দ্রুত আইনের আওয়াতায় আনার দাবি জানিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

হুমকিদাতা ইয়ার রহমান উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নয়াপাড়ার  মো. আমিনের ছেলে।

মনসুর মহসিন দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি চকরিয়ায় জাকের হোসেন হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ মানিক গ্রেফতার হয়। পর দিন এ সংক্রান্ত একটি সংবাদ ছাপানো হয়। সংবাদ প্রকাশের জের ধরে নূর মোহাম্মদ মানিকের মেয়ের জামাই ইয়ার রহমান, মনসুর মহসিনকে পাঠানো ভয়েজ রেকর্ডে শোনা যায় “আল্লাহর কসম তুই সামনে পড়লে তোকে গুলি করে হত্যা করব”—এ ধরনের আরও হুমকি প্রদান করেন।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন সাংবাদিক মহসিন। জিডিতে ইয়ার রহমান ও তার শ্বশুর লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিককে বিবাদী করা হয়।

একইভাবে ইয়ার রহমানের শ্বাশুড়ি রুনা আক্তার তার নিজস্ব ফেসবুক থেকে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির ফেসবুক পেজে সমিতির সভাপতি শারমিন জান্নাত ফেন্সি ও তার স্বামী মনসুর মহসিনকে উদ্দেশ্য করে বিশ্রি ভাষায় কমেন্ট করে। এ ঘটনায় ফেন্সি বাদী হয়ে রুনা আক্তারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, হুমকির বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি রুজু হয়েছে। তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল মনসুর মো. মহসিনকে হত্যার হুমকির ঘটনার তীব্র প্রতিবাদ ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্ত নাথ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট